স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র এম এ মান্নান ১১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেবেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শপথ সংক্রান্ত সার সংেেপ অনুমোদন দিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহীদ খান শপথের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ জুলাই নবগঠিত এই সিটি করপোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন বিএনপি- সমর্থিত প্রার্থী এম এ মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লা খান। এর আগে গত ২১ শে জুলাই বিএনপি সমর্থিত প্রার্থীরা রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশালের নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠিত হয়।