স্পোর্টস ডেস্ক ॥ ‘মারিয়া সুগারপোভা’ নয়, অবশেষে ‘মারিয়া শারাপোভা’ নামেই বছরের শেষের গ্রান্ড স্লামের আসর ইউএস ওপেনের কোর্টে নামতে যাচ্ছেন এই রাশিয়ান টেনিস সুন্দরী। আগেই ঘোষণা দিয়েছিলেন যে, ইউএস ওপেন চলাকালে নিজের নাম পাল্টে ‘মারিয়া সুগারপোভা’ রাখবেন। উদ্দেশ্য, নিজের ক্যান্ডি ব্র্যান্ড ‘সুগারপোভা’র প্রসার ঘটানো। এমন কি ইউএস ওপেনে ‘সুগারপোভা’র প্রসারের জন্য অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান হিসেবেও দায়িত্ব নিয়েছেন। এতকিছুর পরও নাম পরিবর্তনে যথেষ্ট ঝক্কি-ঝামেলা পোহানোর কথা বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টেছেন এই রুশ টেনিস তারকা।
ইউএস ওপেন চলাকালে দুই সপ্তাহের জন্য ‘সুগারপোভা’ হিসেবে পরিচিতি চেয়েছিলেন শারাপোভা। টুর্নামেন্টের পর ‘সুগারপোভা’ থেকে আবার শারাপোভায় ফেরত আসতে চান ২৬ বছর বয়স্ক এই টেনিস তারকা। এটা করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতে আরজি জানাতেও চেয়েছিলেন। কারণ তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড নিয়ে এখন বাস করেন ফ্লোরিডায়। কিন্তু নাম পরিবর্তনের এমন খায়েশের দু’দিন পরই তিনি মত পাল্টালেন। নাম পাল্টাতে হলে তাকে রাজ্যের কাছে আবেদন জানাতে হতো, আঙ্গুলের ছাপ জমা দিতে হতো। এরপর নথিপত্র পরীক্ষা করার পর একজন বিচারকের সামনে যেতে হতো তাকে। বিচারক এ নিয়ে রায় দিলেই কেবল আনুষ্ঠানিকভাবে নাম পাল্টানো যেত। কিন্তু এতো ঝামেলায় যেতে রাজি নন তিনি।