স্টাফ রিপোর্টার ॥ নিউজল্যান্ড থেকে ৬০০ মেট্রিকটনের বেশি গুড়োদুধ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ কাস্টমস কতৃপ। মূলত ফন্তেরা কোপারেটিভ গ্রুপ লিমিটেডের গুড়োদুধ আমদানিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পরই কাস্টমস কতৃপ এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে। সোমবার মাতৃদগ্ধ সপ্তাহ উপলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানিয়েছিলেন, গুড়ো দুধ আমদানির ব্যাপারে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রার নাইট্রেট পাওয়ায় রোববার নিউজিল্যান্ডের কোম্পানি ওয়েস্টল্যান্ড মিল্ক প্রোডাক্টসের গুঁড়োদুধ ও দুগ্ধজাত পণ্য আমদানির ওপর স্থগিতাদেশ জারি করে চীন। এরআগে চলতি মাসের শুরুতে ফন্তেরা কোপারেটিভ গ্রুপ লিমিটেডের গুঁড়োদুধ ও শিশুখাদ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিলো চীন। তিকর ব্যাকটরিয়া পাওয়ায় ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।