বিনোদন ডেস্ক ॥ এবার মডেল ও অভিনেত্রী মোনালিসার সংসারেও নাকি চিড় ধরেছে। শোনা যাচ্ছে বিয়ের এক বছর যেতে না যেতেই তাদের সংসারেও নাকি ভাঙ্গনের সুর বাজছে। আমেরিকা প্রবাসী বর ফাইয়াজ শরীফ ফাসবিরের সাথে মনোমালিন্য নিয়ে মোনালিসা দিশেহারা।
ফাইয়াজের পারিবারিক সূত্রে জানা গেছে, মোনালিসা-ফাইয়াজের সংসারে বেশ নাক গলান মোনালিসার মা ও তার বড় বোন মুনিরা। এনিয়ে ফাইয়াজের পরিবার বেজায় বিরক্ত। দিন দিন এ মাত্রা বেড়েই চলেছে। তাই পারিবারিক অশান্তিতে আমেরিকা বসবাস করছেন তারা।
ওদিকে মডেল অভিনেত্রী মোনালিসা’র পারিবারিক সূত্রে জানা গেছে, ফাইয়াজ তার পরিবারের কথার বাইরে এক চুলও নড়তে চান না। এমনকি কথায় কথায় শাশুড়ী, স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের গালমন্দ করছে। এ কারণে তাদের মধ্যে দূরত্ব দিন দিন বাড়ছে।
ম্যাজিক ডে ১২-১২-১২’র সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে ম ফাইয়াজ শরীফ ফাসবিরের সঙ্গে মোজেজা আশরাফ মোনালিসার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর ১৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে মোনালিসার বৌভাত সম্পন্ন হয়। এর আগেই গত ১৭ জুন ফাইয়াজ সঙ্গে মোনালিসার আংটি বদল হয় নিউইয়র্কে।
তখনই মোনালসিা জানান দেন তারা এই বছর সুন্দর একটি দিন দেখে বিয়ে করবেন।
সেই ভাবনা থেকেই এই দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ১২-১২-১২তে।
অবশ্য এই বিয়ের আগে মোনালিসার সঙ্গে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিবের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছিল।