বিনোদন ডেস্ক ॥ কারিনা খুব প্রফেশনাল তাই সব রকম দৃশ্যে রাজি। বিয়ের পর কারিনা কাপুরের দৃষ্টিভঙ্গি কি পাল্টেছে? ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যগুলো কি এড়িয়ে চলছেন? এমন ধারণা উড়িয়েই দিলেন কারিনা। তিনি জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তিনি প্রস্তুত যেকোনো দৃশ্যেই অভিনয় করতে।
‘বিয়ের সঙ্গে চরিত্র বা এ ধরনের কোনো কিছুর সম্পর্ক নেই। লোকে যে কেন ক্যারিয়ারের সঙ্গে ভালোবাসা বা বিয়েকে গুলিয়ে ফেলে, বুঝি না।’ বলেছেন বিরক্ত কারিনা।
ওমকারা ছবির বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি। কারিনা-আমিরের চুম্বনদৃশ্য আছে থ্রি ইডিয়টস ছবিতেও। তবে সদ্য মুক্তিপ্রাপ্ত সত্যাগ্রহ ছবিতে নাকি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। এ ব্যাপারে কারিনার ব্যাখ্যা, ‘এসবই মিডিয়ার বানানো। চিত্রনাট্য দাবি করলে আমি অবশ্যই তা করি। আমার মনে হয়েছে,সত্যাগ্রহ ছবিতে এমন দৃশ্যের দরকার নেই। এ তো আর রোমান্টিক ছবি নয় যে এসব করতে হবে।সম্প্রতি ‘গোরি তেরি পেয়ার মে’ ছবির সেটে যাঁরাই কারিনা কাপুর খানকে দেখেছেন, সবারই ভ্রূ খানিকটা কুঁচকেছে তাঁকে অন্তঃসত্ত্বারূপে দেখে। তবে কি মা হতে চলেছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী!
অবশ্য বিভ্রান্ত হওয়ার কারণ নেই। সম্প্রতি ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির সেটে চরিত্রের প্রয়োজনেই নকল ‘বেবি বাম্পে’ অন্তঃসত্ত্বার বেশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি।
গত বছরের অক্টোবরে পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। তাঁদের বিয়ের প্রায় এক বছর হতে চলল। বিয়ের পর থেকেই কারিনা বলে আসছেন, মা হওয়ার তাড়া নেই তাঁর। এমনকি মাঝে একবার মা না হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। বাস্তবে না হলেও এবার ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে কারিনার অন্তঃসত্ত্বার রূপ দেখবে দর্শক।
সহ-অভিনেতা ইমরান খানের সঙ্গে সম্প্রতি ছবিটির শুটিংয়ে অংশ নেন কারিনা। সে সময় নকল বেবি বাম্পে গোলাপি রঙের আনারকলি সালোয়ার-কামিজে কারিনাকে দেখে প্রকৃতই অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছিল। ছবিটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। এটি মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরে। এক খবরে এসব তথ্য জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
সম্প্রতি ‘গোরি তেরি পেয়ার মে’ ছবির সেটে যাঁরাই কারিনা কাপুর খানকে দেখেছেন, সবারই ভ্রূ খানিকটা কুঁচকেছে তাঁকে অন্তঃসত্ত্বারূপে দেখে। তবে কি মা হতে চলেছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী!
অবশ্য বিভ্রান্ত হওয়ার কারণ নেই। সম্প্রতি ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির সেটে চরিত্রের প্রয়োজনেই নকল ‘বেবি বাম্পে’ অন্তঃসত্ত্বার বেশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি।
গত বছরের অক্টোবরে পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। তাঁদের বিয়ের প্রায় এক বছর হতে চলল। বিয়ের পর থেকেই কারিনা বলে আসছেন, মা হওয়ার তাড়া নেই তাঁর। এমনকি মাঝে একবার মা না হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। বাস্তবে না হলেও এবার ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে কারিনার অন্তঃসত্ত্বার রূপ দেখবে দর্শক।
সহ-অভিনেতা ইমরান খানের সঙ্গে সম্প্রতি ছবিটির শুটিংয়ে অংশ নেন কারিনা। সে সময় নকল বেবি বাম্পে গোলাপি রঙের আনারকলি সালোয়ার-কামিজে কারিনাকে দেখে প্রকৃতই অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছিল। ছবিটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। এটি মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরে। এক খবরে এসব তথ্য জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।