বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গাড়িতে হামলা হয়েছে। গাড়িতে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালালেও তিনি আহত হননি বলে জানানো হয়েছে। মঙ্গলবার লন্ডনে বিবিসি অফিস থেকে এটিএন বাংলা টেলিভিশন কার্যালয় পরিদর্শনে যাওয়ার পথে তাঁর ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়।
তথ্যমন্ত্রীর প্রেস সচিব সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার লন্ডনের বিবিসি অফিস থেকে এটিএন বাংলা টেলিভিশন অফিসে যাচ্ছিলেন। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলার চেষ্টা করে। এসময় তিনি নিজেই প্রতিরোধ করেন। তবে তিনি আহত হননি। ধারনা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন হাসানুল হক ইনু। যারা হামলা করেছে তারা বাঙালি কমিউনিটির লোক।
বিএনপি-জামায়াত অনুসারিরাই ইনুর ওপর হামলা চালিয়েছে:নাসিম
স্টাফ রিপোর্টার ॥ লণ্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলার ঘটণায তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত অনুসারিরাই হাসানুল হক ইনুর ওপর এ হামলা চালিয়েছে। বেগম খালেদা জিয়া নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। কিন্তু কোন ষড়যন্ত্রই সফল হবে না। ১৪ দল ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র প্রতিহত করবে। মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন,বিএনপি অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা দিলে ১৪ দল তাকে স্বাগত জানাবে। তবে নির্বাচন সংবিধান অনুযায়ি যথাসময়েই হবে।