স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আযাদ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারের সাফল্য তুলে ধরে সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে আলাদা বৈঠকও করবেন তিনি।
প্রসঙ্গত, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংসদীয় ও দলীয় কাজে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী জাতিসংঘে যোগ দিচ্ছেন না।