বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক’ মেগাসিটি করাচি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পাকিস্তানের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র করাচি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মেগাসিটি বা মহানগরীর তালিকায় শীর্ষে অবস্থান করছে। প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে সেখানে হত্যাকাণ্ডের হার ১২ দশমিক ৩ শতাংশ, যা অন্যান্য বড় শহরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। তালেবানের ঘাঁটি আরও সুদৃঢ় হয়েছে সেখানে। তালেবান জঙ্গিদের নানামুখী অপরাধ কর্মকাণ্ড ও চোরাচালানের দৌরাত্ম্যে দুষ্কর হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। গত এক দশকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে লাখ লাখ মানুষ সহিংসতা ও সন্ত্রাসী হামলা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন করাচিতে। কিন্তু, বাস্তুচ্যুত মানুষদের যে ঢল তার অনুপাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি শহরটিতে। ২০০০ সাল থেকে ২০১০ সালের মধ্যে করাচির জনসংখ্যা ৮০ শতাংশ বেড়েছে। গত ৪ বছরে শিয়া সম্প্রদায়ের মসজিদ ও মিছিলে নিষ্ঠুর হামলা চালিয়েছে সুন্নি মুসলমানরা। ফলশ্রুতিতে, শিয়া-সুন্নি সহিংসতা ছড়িয়ে পড়েছে। তালেবান জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ড, চোরাচালান, ব্যাংক ডাকাতির মতো অপরাধ সংঘটন করছে। ২০১১ সালে ভারতের গুরুত্বপূর্ণ মেগাসিটি মুম্বইয়ে যেখানে ২০২ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেখানে করাচিতে ১ হাজার ৭৩৩ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। ২০১২ সালে করাচিতে হত্যাকাণ্ডের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫