স্পোর্টস ডেস্ক ॥ আরও একবার পাকিস্তানের ত্রাতার ভূমিকায় আসলেন ইউনুস খান ও অধিনায়ক মিসবাহ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৯৪ রানের জবাবে পাকিস্তান নিজেদে প্রথম ইনিংসে ৯৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। দ্বিতীয় দিনের খেলায় তখন ত্রাতা হয়ে মাঠে নামনে আগের ম্যাচে দ্বিশতক করা (২০০*) ইউনুস খান। দিন শেষে ইউনুস খানের ৫২* ও মিসবাহ’র অপরাজিত ২৭* রানে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬৩ রান। জিম্বাবুয়ের চেয়ে তারা প্রথম ইনিংসে সাত উইকেট হাতে নিয়ে ১৩১ রানে পিছিয়ে আছে। চতুর্থ উইকেট জুটিতে ৬৭* রানে অপরাজিত থেকে হারারে স্পোর্টস ক্লাবে আজকের তৃতীয় দিন মাঠে নামবেন ইউনুস ও মিসবাহ। মোহাম্মদ হাফিজ ২২, খুররম মানজুর ৫১ ও আজহার আলী ৭ রান করে আউট হন।
এর আগে ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। পানিয়াঙ্গারা ২৪ রানে ফিরে গেলেও শেষ উইকেট জুটিতে তেন্দাই চাতারা (২১) ও ব্রায়ান ভিটরি (১৯*) গড়েন ৪৬ রানের পার্টনারশীপ। চাতারা ২১ রান করতে খেলেন ৬৪ বল। আর শুরুতে হ্যামিল্টন মাসাকাদজা ৭৫ ও ব্রেন্ডন টেইলর ৫১ রান করেন।