ভাগ্যবান কারিনা

বাংলাভুমি২৪ ডেস্ক ॥ ভারতের বিখ্যাত কাপুর পরিবারের একজন অভিনেত্রী কারিনা কাপুর খান। এ পবিবারে প্রায় সবাই ভারতীয় মূল ধারার চলচ্চিত্রে কাজ করেছেন। কারিনার দাবি, কাপুররাই ইন্ড্রাস্ট্রির সবচেয়ে সুন্দর অভিনেতা। কাপুর পরিবারের একজন হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

সম্প্রতিক সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, “আমি মনে করি কাপুররাই সবচেয়ে সুন্দর অভিনেতা। কাপুর পরিবারের একজন হওয়ায় অভিনয়টা আমার রক্তে মিশে আছে।”

জয়া আখতারের পরবর্তী ছবিতে একসঙ্গে অভিনয় করবেন রনবীর ও কারিনা, সম্প্রতি এমন খবর খুব জোরালো হয়েছিল। কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি। “আমি রনবীরের সঙ্গে কাজ করতে চাই। সে ভালো করছে। আমি আমার বাবা এবং বোনের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আমরা এখনো মজার কোনো প্রজেক্ট খুঁজে পাইনি।”

কারিনার প্রপিতামহ পৃথিবী রাজ অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। অভিনয় করেছেন ‘মুঘল ই আজম’, আলেকজান্ডার দি গ্রেট’, ‘আওয়ারা’, ‘আনন্দমঠ’ এর মতো ছবিতে। তার তিন সন্তান রাজ কাপুর, শাম্মি কাপুর ও শশী কাপুরও অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন।

পরে রাজ কাপুরের তিন ছেলে রনদ্বীর, ঋষি ও রাজিব কাপুর ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে প্রবেশ করেন। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম রনদ্বীর ও ববিতার মেয়ে কারিশমা এই ধারা অব্যাহত রাখেন।

পরে কারিনাও তার বোনের পদাঙ্ক অনুসরণ করেন। “আমি ছবিতে কাজ করতে ভালোবাসি। আমি যথেষ্ট ভাগ্যবান। কারণ আমি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে মানুষকে বিনোদিত করতে সক্ষম হয়েছি।”

ইমরান খানের বিপরীতে ‘গোরি তেরি পেয়ার মে’ ছবিতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ২২ নভেম্বর। ‘শুদ্ধি’ ছবির জন্য হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেধেছেন কারিনা। স্বামী সাইফ আলী খানের ‘হ্যাপি এন্ডিং’ ছবিতেও তার বিশেষ উপস্থিতি রয়েছে। “আমার চরিত্র অবশ্যই অনেক বেশি সুন্দর এবং উপভোগ্য হওয়া চাই। যদিও এটা অনেক ছোট হয় তারপরেও। আমি যা করব, মজা নিয়েই করব। চরিত্রের পর পরিচালক ও সহশিল্পীর কথা ভাবি।”

কারিনা যা করতে চান তার সবটাজুড়েই তার অভিনয়। স্বামী সাইফের একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান আছে। কিন্তু প্রযোজনায় তিনি এখনো খুব একটা সম্পৃক্ত হননি। “আমি প্রযোজনায় আসতে চাই না। আমি অভিনয় করতে ভালোবাসি এবং এটা অব্যাহতভাবে করে যেতে চাই। আমি শৈশব থেকেই অভিনয়ে আগ্রহী। অভিনয় ছাড়া আমি কিছু জানি না” বলেন কারিনা।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫