বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চীনের হুনান প্রদেশের সিনহুয়া কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ে দুধ ও বিস্কুট খেয়ে কমপক্ষে ১৮০ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুধ ও বিস্কুট খাওয়ার পর গত ৪ দিন অধিকাংশ শিশু মাথাব্যথা, পেটব্যথায় আক্রান্ত হয় ও বমি করতে থাকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর এখন পর্যন্ত ১৬৮ শিক্ষার্থী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ১২টি শিশুকে আরও কিছু সময় পর্যবেক্ষণে রাখা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এ ঘটনার পরপরই পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের জন্য স্কুলটিতে সরবরাহ করা দুধ ও বিস্কুটের নমুনা প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মনে করা হচ্ছে, দুধ থেকেই বিষক্রিয়ার ঘটনা ঘটেছিল। তদন্ত সম্পন্ন হওয়ার পর এ ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। এর আগে ভারতের বেশ কয়েকটি স্কুলে বিনামূল্যে সরবরাহ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল শিক্ষার্থীরা। এ ধরনের ঘটনা ঘটেছে কয়েকবার। আর এবার একই ঘটনা ঘটলো চীনে।