বিনোদন ডেস্ক ॥ জুড়ি জুড়ি করেও অনেক দিন ধরে ঠিক একে দুয়ে মিলছে না স্পাইস গার্লদের। আজ এই তো কাল ওই এমন ছুতোয় ভক্তদের দুর্দমনীয় প্রতাশা থাকলেও সেটা পিছিয়ে থাকছে ঘড়ির কাঁটার গতির কাছে।
ঠিক এ অবস্থা পশ্চিমা আরেক পপ ঘরানা ‘গার্লস অ্যালাউড’-এর। হালে বেশ ক’দিন ধরে এই উদ্দেশ্যটাকে মাথায় নিয়ে ঘুরলেও এক সময় বেশ ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া ব্যান্ডটির অন্য সদস্যদের ব্যস্ততার ছুতোয় আর পুনঃ সাফল্যের মুখ দেখছে না ‘গার্লস অ্যালাউড’।
তবে হালে শোনা যাচ্ছে অন্য খবর, শেরিল কোল আদাজল খেয়ে লেগেছেন ব্যান্ডটির মূল গান রচয়িতা নিকোলা রবার্টসের পেছনে। গান লেখা ছেড়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নাম লেখানো নিকোলার সঙ্গে এরই মধ্যে যোগাযোগ সেরে বেশ কিছু গানের কথাও গুছিয়ে আনছেন বলে খবর পাওয়া যায়।
ব্যান্ডের অন্য দুই সদস্য সারাহ হার্ডিং ও নাডিন কোয়েলের সঙ্গে কথা বলা সেরে ব্যস্তভাবেই গুছিয়ে নিচ্ছেন ‘গার্লস অ্যালাউড’-এর পরবর্তী আয়োজনের কাজকর্ম। আর সবকিছু ঠিক থেকে দুয়ে দুয়ে চার হলে খুব শিগগিরই ভাঙনের মুখ দেখা গার্লস অ্যালাউড খুব জলদিই হয়তো আবার ফিরবে শ্রোতাদের সামনে নতুন নতুন বেশ কিছু গান নিয়ে।