বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশের আইটি জগতের অনন্য প্রতিষ্ঠান অরেঞ্জবিডি লিঃ এবং অনলাইন বিজ্ঞাপন সম্প্রচারভিত্তিক প্রতিষ্ঠান গ্রীন এন্ড রেড টেকনোলজিস্ এর মাঝে গত রবিবার (২৯শে সেপ্টেম্বর, ২০১৩) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ক্যাডেট কলেজ কাব এ দ্বিপীয় চুক্তি স্বারীত হয়। গ্রীন এন্ড রেড টেকনোলজিস্ বাংলাদেশের প্রথম এবং শীর্ষ স্থানীয় অনলাইন বিজ্ঞাপন সম্প্রচারভিত্তিক প্রতিষ্ঠান। অরেঞ্জবিডি লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজাউল হক এবং গ্রীন এন্ড রেড টেকনোলজিস্ সি.ই.ও নাশীত ইসলাম স্ব-স্ব পে চুক্তিতে স্বার করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আশরাফুল কবির জুয়েল (ডিরেক্টর এবং সি.ই.ও- অরেঞ্জবিডি লিঃ), আইয়ূব শাহরিয়ার (হেড অফ পার্টনারস্- গ্রীন এন্ড রেড টেকনোলজিস) এবং একরামুল হক (এক্সিকিউটিভ এডিটর- অনলাইন নিউজ পেপার নতুনবার্তা.কম)।
ইতোমধ্যে অরেঞ্জবিডি লিঃ বাংলাদেশের ৫০টিরও অধিক দৈনিক এবং অনলাইন নিউজ পেপার এর ওয়েবসাইট তৈরির কাজ করেছেন। এই চুক্তির আওতায় এখন থেকে অরেঞ্জবিডি লিঃ উক্ত নিউজ পেপারগুলির অনলাইন ভার্সন এর জন্য গ্রীন এন্ড রেড টেকনোলজিস্ এর প হয়ে ঝড়ষব অমবহঃ হিসেবে কাজ করবে। যার মধ্য দিয়ে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলির বানিজ্যিক সুবিধা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।