স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মওসুমে বাঘা বাঘা দল যা করতে পারেনি এভারটন তাই করেছে। মওসুমে টানা ৫ ম্যাচে অপরাজিত থেকে একমাত্র দল হিসেবে সোমবার ষষ্ঠ ম্যাচেও জিতলো তারা। চেলসি থেকে ধারে (লোন) আনা বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুর জোড়া গোলে তারা ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। চেলসির কাছে উপেতি লুকাকু গত মওসুম ধারে ওয়েস্ট ব্রমের হয়ে খেলেন। আর এ মওসুমে তাদের কাছ থেকে নিয়ে এভারটনকে ধার দিয়েছে চেলসি। সেই উপেতি লুকাকুই এভারটনের মাঠে নিজের অভিষেক ম্যাচে করলেন জোড়া গোল। পয়েন্ট টেবিলে বর্তমান দলকে তিনি উঠিয়ে আনলেন তার আসল দল চেলসির ওপরে। এভারটন ৬ ম্যাচে অপরাজিত থাকলেও তাদের জয় ৩ খেলায়। সমানসংখ্যক খেলায় ড্র করে ১২ পয়েন্ট নিয়ে চেলসিকে টপকে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৪-এ। মওসুমের শুরুতে ডেভিড ময়েস এভারটনের দায়িত্ব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর স্প্যানিয়ার্ড কোচ রবার্তো মার্টিনেজ আসেন দায়িত্বে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড অবস্থান করছে টেবিলের ১২ নম্বরে।
সোমবার দুই অর্ধের খেলা যেন দু’দলে ভাগ করে নেয়। এভারটনের ৩টি গোলই আসে প্রথমার্ধের ৩৭ মিনিটের মধ্যে। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে পারেনি তারা। নিউক্যাসল দ্বিতীয়ার্ধে প্রতিপরে ওপর চড়াও হয়ে খেলে। প্রতিপরে জালে তারা দু’বার বলও জড়ায়। এভারটনের মাঠ গুডিসন পার্কে শেষের দিকে চরম উত্তেজনা ছড়িয়ে প্রায় ড্র করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু গোলবারের ওপর দিয়ে বল বেরিয়ে যাওয়ায় মাথায় হাত দেয়া ছাড়া কোন উপায় ছিল না নিউক্যাসলের। প্রথমার্ধের ৫ মিনিটেই নিউক্যাসল ডিফেন্ডারদের ব্যর্থতায় এভারটনকে এগিয়ে দেন ২০ বছর বয়সী লুকাকু। এর ২০ মিনিট পরে মধ্যমাঠ থেকে দুর্দান্ত গতিতে ভেতরে ঢুকে রস বার্কলিকে বল যোগান দেন লুকাকু। দুই ডিফেন্ডার আর গোলরককে ফাঁকি দিয়ে তা থেকে গোল করেন ১৯ বছর বয়স্ক বার্কলি। খেলার ৩৭ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন লুকাকু। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২টি গোল ফিরিয়ে দেয় নিউক্যাসল। ৫১ মিনিটে ইয়োহান ক্যাবাই ও শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে দ্বিতীয় গোলটি করেন রেমি। নিউক্যাসল এখন টেবিলের ১৬ নম্বরে।
এভারটন ৩-২ নিউক্যাস
ইংলিশ প্রিমিয়ার লীগ পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আর্সেনাল ৬ ৫ ০ ১ ১৫
লিভারপুল ৬ ৪ ১ ১ ১৩
টটেনহ্যাম ৬ ৪ ১ ১ ১৩
এভারটন ৬ ৩ ৩ ০ ১২
চেলসি ৬ ৩ ২ ১ ১১