বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মৃত্যুদণ্ডাদেশ একাত্তরে স্বাধীনতাযুদ্ধে যারা অন্যায়ের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার প্রাপ্তির সঠিক পথ নয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে সংগঠনটি বাংলাদেশে ইতোমধ্যে এর জন্য যেসব মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে তা থেকে সরে আসারও আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। ঠিক এদিনই এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অদ্ভুত দাবি তুললো।
মঙ্গলবার সংগঠনটির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফাইয়াজ বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মানুষই তিগ্রস্থ হয়েছে এবং স্বজন হারিয়েছে।সেইসব মানুষগুলো অনেকদিন থেকেই এই বিচারের প্রত্যাশায় ছিল। কিন্তু মৃত্যুদণ্ডাদেশই এেেত্র একমাত্র উত্তর হতে পারে না।একটি মানবাধিকার লঙ্ঘন আরেকটি অধিকারকে সুনিশ্চিত করতে পারে না।’
ফাইয়াজ বলেন, ‘সালউদ্দিন কাদের চৌধুরীসহ যুদ্ধাপরাধের দায়ে অন্যন্য যাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে তা থেকে বাংলাদেশকে অবশ্যই সরে আসতে হবে।’ তিনি মৃত্যুদণ্ডাদেশকে একটি অমানবিক শাস্তি হিসেবেও উল্লেখ করে এটিকে সুবিচার প্রতিষ্ঠার একমাত্র পথ নয় বলেও মন্তব্য করেন।
মঙ্গলবার সাকা চৌধুরীর রায়ের পর তার পরিবার এটির বিরুদ্ধে যে আপিল করবেন বলে জানিয়েছিলেন তার সঙ্গে সুর মিলিয়ে আব্বাস ফাইয়াজ বলেন, ‘স্বচ্ছ বিচারের স্বার্থে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি সাকা চৌধুরীর আপিল আবেদন যেন আন্তর্জাতিক আইন এবং মান অনুযায়ি হয়।’সেই সঙ্গে তিনি সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড না দেয়াও আহ্বান জানান।