বিনোদন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের অভিনেত্রী স্কারলেট জোহানসন জীবিতদের মধ্যে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী নির্বাচিত হয়েছেন।
পুরুষদের লাইফস্টাইল ম্যাগাজিন এস্কয়ার সোমবার এ কথা জানিয়েছে।
জোহানসন দ্বিতীয়বারের মতো আকর্ষণীয় নারীর খেতাব জয় করলেন।
এরআগে ২০০৬ সালে ‘দ্য আভাঞ্জার’ খ্যাত অভিনেত্রী জোহানসনকে প্রথম থিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী হিসেবে প্রথমবার নির্বাচন করে ম্যাগাজিনটি।
জোহানসনই একমাত্র নারী যাকে ম্যাগাজিনটি দুইবার আকর্ষণীয় নারী হিসেবে নির্বাচিত করেছে।
২০০১ সালে প্রায় কিশোরী বয়সী হাস্কি কণ্ঠস্বরের অভিনেত্রী স্কারলেট জোহানসন ‘ঘোস্ট ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালীপর্দায় পা রাখেন।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনি ফরাসি সাংবাদিক রোমেইন ডোওরিয়াকের সঙ্গে বাগদান করেন। এরআগে অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু ২০১১ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
২০১২ সালে এস্কয়ার ম্যাগাজিনের বিবেচনায় পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী মিলা কুনিস।