জেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ ॥ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বিভিন্ন ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকের অনৈতিক সম্পর্ক ধরা পরায় জনরোষে শিক্ষক পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার কঞ্চিবাড়ি ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে ৫ম শ্রেণির বিভিন্ন ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে অপর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সময় অন্যান্য ছাত্র-ছাত্রী দেখে ফেলে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে শত শত এলাকাবাসী সমবেত হতে না হতেই সহকারী শিক্ষকদের সহযোগিতায় প্রধান শিক্ষক পালিয়ে যায়। এরপর এলাকাবাসী স্কুল চত্বরে সমবেত হয়ে প্রধান শিক্ষককে না পেয়ে সহকারী শিক্ষকদের অফিস কক্ষে তালাবদ্ধ করে। কিছুক্ষণ পর তালা খুলে দেয়া হয়।
এ ঘটনার পর ঐ ছাত্রী ছাড়াও আরো ৪ ছাত্রী উপস্থিত শত শত জনতার সামনে প্রধান শিক্ষকের এরূপ সম্পর্কের কথা প্রকাশ্য স্বীকার করে। এরা সবাই ৫ম শ্রেণির ছাত্রী। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম ও সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান-বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। ইউএনও আহসান হাবিব জানান-প্রধান শিক্ষককের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।