বিনোদন ডেস্ক ॥ সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। তিনি মনে করেন, ক্রিস্টেনের সঙ্গে জুটি বাঁধলে সে ছবি ব্যবসা সফল হবেই। কারণ দর্শকরা রূপালী পর্দায় তাদের রসায়ন দেখতে এখনো মরিয়া। রবার্টের এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে হলিউড লাইফ ডটকম এ খবর জানিয়েছে। এর আগে ‘টোয়ালাইট’ সিরিজের ছবিগুলোতে একসঙ্গে কাজ করেন ক্রিস্টেন-প্যাটিনসন জুটি।
রবার্টের বন্ধু বলেন, ‘আমি নিশ্চিত তারা আবারো একসঙ্গে কাজ করবে। রবার্ট এখনো ক্রিস্টেনের অনুপস্থিতিতে ব্যথিত। ক্রিস্টেনের বেলায়ও সম্ভবত সেটা সত্য। কিন্তু ক্রিস্টেন চায় দুইজনের একত্রিত হওয়ার জন্য রবার্টই প্রথম উদ্যোগ নেবে।’
সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘মিসোনিয়ামে’ চুক্তিবদ্ধ হয়েছেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করছেন হিপ হপ ব্যান্ড ‘ডেথ গ্রিপ’র ড্রামার জ্যাক হিল। আগামী বছর মুক্তি দেয়ার লক্ষ্যে ছবিটি নির্মিত হচ্ছে। এতে আরো অভিনয় করবেন হলিউড অভিনেতা টম হ্যাংকসের ছেলে কলিন। পরিচালকের পক্ষ থেকে এ ছবিতে ক্রিস্টেনকেও অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হবে।