স্পোর্টস ডেস্ক ॥ মওসুমের শেষ টুর্নামেন্টেও নিজের অপ্রতিরোধ্য রূপ চালু রেখেছেন সেরেনা উইলিয়ামস। ইস্তাম্বুলের ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর এই যুক্তরাষ্ট্রের তারকা। গতকাল উদ্বোধনী ম্যাচে তিনি হারিয়েছেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবারকে। এক ঘণ্টার কিছুটা বেশি সময় নিয়ে কেরবারকে উড়িয়ে দিয়েছেন ৬-৩, ৬-১ গেমে।
টুর্নামেন্টে ‘লাল দল’-এ পড়েছেন এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস, আগনিয়স্কা রাদওয়ানস্কা, পেত্রা কেভিতোভা ও অ্যাঞ্জেলিক কেরবার। আর ‘সাদা দল’-এ পড়েছেন দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা, চীনের লি না, সারা এরানি ও জেলেনা জ্যাঙ্কোভিচ।
সেরেনা সহজ জয় তুলে নিলেও কষ্টের জয় পেয়েছেন সাদা দলের প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারিয়েছেন সারা এরানিকে। অপরদিকে হারের স্বাদ পেতে হয়েছে তৃতীয় বাছাই আগনিয়স্কা রাদওয়ানস্কাকে। চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা পেত্রা কেভিতোভার কাছে এই পোলিশ তারকা হেরেছেন ৬-৪, ৬-৪ গেমে।