বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সৌদি আরবে বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বার্ষিক হিসাবে তা ত্রিশ হাজারের বেশি যা দৈনিক গড়ে ৮২ টি। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে দৈনিক এ সংখ্যা ছিল ৭৫।
সৌদি আরবের স্থানীয় পত্রিকা ‘আল ইকতিসাদিয়া’র করা একটি জরিপের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জরিপে দেখা যায়, পনের বছরের বেশি বয়সী পুরুষদের প্রতি এক হাজার জনের মধ্যে আড়াই জনের বিবাহ বিচ্ছেদ হয়েছে। যদিও সৌদি আরবের এ সংখ্যা উপাসাগরীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম স্থানে আছে বাহরাইন।
বাহরাইনে পনের বছরের বেশি বয়সের প্রতি এক হাজার জন পুরুষের মধ্যে ২.৭ জন এ সমস্যায় জড়িত। তালাক সমস্যা সংক্রান্ত তৃতীয় অবস্থানে আছে ওমান। সেখানে এ সংখ্যা হল প্রতি এক হাজার জনে ১.৯ জন। কাতারের অবস্থান এ ক্ষেত্রে চতুর্থ। এখানে এক হাজার জনে আনুপাতিক হার ১.২ জন।
সৌদি আইন মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, যে সকল সৌদি পুরুষ নাগরিকরা সৌদি স্ত্রী নাগরিককে বিয়ে করেছেন তাদের মধ্যেই তালাকের প্রবণতা সবচেয়ে বেশি। ৯০ শতাংশ তালাক এদের মধ্যেই ঘটে। মোট তালাকের ২৭ হাজারটি এদের মধ্যে দেখা যায়। তার পরে অবস্থান করছেন সৌদি অভিবাসী নাগরিকদের তালাক। এদের মধ্যে ৭ শতাংশ তালাক ঘটে থাকে। যা হিসাব করলে ২,১৭৪ এ দাঁড়ায়।
তৃতীয় অস্থানে আছে যে সকল সৌদি নাগরিক সৌদির বাইরের কোনো নারীকে বিয়ে করেছেন তাদের মধ্যে। মোট সংখ্যার ২শতাংশ এ জাতীয় সম্পর্কের ক্ষেত্রে হয়ে থাকে সংখ্যার দিক থেকে তা হল ৫৭৫ জন।
ক্রমবর্ধমান তালাকের এই সংখ্যা সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।