বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জেনেভা শান্তি সম্মেলনে যে কোনো অন্তর্র্বতী প্রশাসন আসলে তার প্রধান প্রেসিডেন্ট বাশার আল আসাদকেই হতে হবে। সিরিয়ার তথ্যমন্ত্রী ওমর আল জোবি এ শর্ত দিয়েছেন।
বুধবার দেশটির তথ্যমন্ত্রী বলেছেন, যদি কেউ মনে করে থাকেন জেনেভায় আমরা দামেস্কের মূল ক্ষমতা ছাড়তে যাচ্ছি তবে তার ওই সম্মেলনে অংশ নেওয়া উচিত হবে না।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। জোবি বলেন, আসাদের হাতে ক্ষমতা থাকবে এটাই সিদ্ধান্ত।
যদি কেউ নতুন প্রধান হন সে একমাত্র আসাদই হবেন। অন্তর্র্বতীকালীন সরকারে নেতৃত্ব দেবেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে বাশার আল আসাদই বহাল থাকবেন।
সিরিয়ার তথ্যমন্ত্রী আরও দাবি করেন, বিদ্রোহীদের সমর্থনকারী সৌদি আরবকে অবশ্যই শান্তি আলোচনা থেকে বাদ দিতে হবে।
এদিকে বিদ্রোহীদের প্লাটফর্ম সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বলেছে, শান্তি আলোচনার জন্য একটি অন্তর্র্বতী সরকার গঠন করতে হবে। যাদের হাতে নির্বাহী সব ক্ষমতা থাকবে। তরে এর মধ্যে কোনোভাবেই আসাদ থাকতে পারবেন না।
সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমির মধ্যস্ততায় ২২ জানুয়ারি জেনেভা-২ সম্মেলনে বসতে রাজি হয়েছে আসাদ সরকার ও বিদ্রোহীরা।
তবে কোনো পক্ষই নিজেদের দাবিতে ছাড় না দেওয়ায় শেষ পর্যন্ত এ বৈঠক হয় কিনা তা এখন দেখার বিষয়। কারণ এর আগে ২৩ নভেম্বর বৈঠক হওয়ার কথা থাকলেও দুই পক্ষের অনড় মনোভাবের কারণে তা ভেস্তে যায়।