জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনের শেষ সময় ১৪ ডিসেম্বর ২০১৩ রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
ভর্তির বিভাগসমূহ হলঃ (১) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, (২) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, (৩) ফার্মেসী, (৪) এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, (৫) মাইক্রোবায়োলজী, (৬) এপ্লায়েড ম্যাথমেটিক্স, (৭) ইংরেজী, (৮) ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, (৯) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ, (১০) বিজনেস এড্মিনিস্ট্রেশন (১১) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, (১২) ইকনোমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ (১৩) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং (১৪) কোস্টাল এগ্রিকালচার বিভাগ।
আগামী ২০ ডিসেম্বর ২০১৩, সকাল ১০.৩০ হতে ১২.০টা পর্যন্ত ‘এ’ গ্রুপের, বিকেল ৩.০টা থেকে ৪.০টা পর্যন্ত ‘সি’ গ্রুপের এবং ২১ ডিসেম্বর ২০১৩ সকাল ১০.৩০ থেকে ১২.০টা পর্যন্ত ‘বি’ গ্রুপের এবং বিকেল ৩.০টা থেকে ৪.০টা পর্যন্ত ‘ডি’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আরো বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহংঃঁ.বফঁ.নফ) এবং মোবাইল: ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।