স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। সেখানে অধিনায়কের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও হয়নি সহ-অধিনায়ক বিষয়টি। তবে মাহমুদুল্লাহ রিয়াদের মেয়াদ যে বাড়ছে না সেটা প্রায় নিশ্চিত। মুশফিকের ডেপুটি হিসাবে জোড়ে সোরেই শোনা যাচ্ছে নাসির হোসেনের নাম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো চূড়ান্ত করেনি বিষয়টি।
সোমবার বেক্সিমকো ফার্মার প্রধান কার্যালয়ে সহ-অধিনায়কের বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগামী দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, বোর্ডে গেলেই এ বিষয়টির সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গত বুধবার বোর্ড সভায় আলোচ্য বিষয় অনেকগুলো থাকলেও শেষ পর্যন্ত মুশফিকের অধিনায়কত্ব এবং কমিটি ভাগ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।