বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি) সিইও মেগ হুইটম্যান এখনও ডেস্কটপ কম্পিউটারের সম্ভাবনা দেখছেন। বুধবার টিভি চ্যানেল সিএনবিসিতে এক সাক্ষাৎকারে তিনি ডেস্কটপ পিসি নিয়ে তার আশাবাদের কথা জানান।
তিনি বলেন, “বাণিজ্যিকভাবে আমাদের অনেক বড় পণ্যের সম্ভার রয়েছে। কারণ আমাদের ভার্চুয়াল ডেস্কটপ ও ওয়ার্কস্টেশন থেকে ডেস্কটপ পর্যন্ত বহু পণ্য রয়েছে। আর ডেস্কটপ কম্পিউটারের দিন এখনো শেষ হয়ে যায়নি। এছাড়াও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য রয়েছে ল্যাপটপ, হাইব্রিড ও ট্যাবলেট।”
এছাড়াও তিনি ল্যাপটপ ও ট্যাবলেট কম্বো ডিভাইসের কথা জানিয়েছেন। ট্যাবলেট ও ল্যাপটপের যুগে তিনি পুরনো স্টাইলের ডেস্কটপ কম্পিউটার নিয়ে তিনি এখনও আশাবাদী বলে জানিয়েছেন।