বিনোদন ডেস্ক ॥ বছরের শুরুতে ‘রানা প্লাজার রেশমা’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের নাবাগত কন্যা পরীমনি। গত ১৫ জানুয়ারি থেকে এফডিসিসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে চলচ্চিত্রটির।
‘রানা প্লাজার রেশমা’ ছবিটির শ্যুটিং চলাকালে ‘ইনোসেন্ট লাভ’ নামে আরো একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গতকাল উত্তরার একটি শ্যুটিং স্পটে মহরতের মাধ্যমে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। এই ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন নায়ক জেফ। এছাড়া ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন একসময়কার চিত্রনায়ক সোহেল রানা।
‘ইনোসেন্ট লাভ’ ছবিটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবিটির গল্প আমার আগের ছবিগুলোর চেয়ে ভিন্ন। এখানে আমার চরিত্রটির নাম পরী। যেহেতু চরিত্রের সঙ্গে আমার নামটি মিলে গিয়েছে, তাই ছবিটি নিয়ে আমার আগ্রহ বেড়ে যায়। এছাড়া ছবির গল্পটি শোনার পরপরই এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেই।’
‘ইনোসেন্ট লাভ’ ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে। বর্তমানে একটি গানের শ্যুটিং চলছে। ছবিটির শ্যুটিং চলবে প্রায় ৪০ দিন।