স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় দফা উপজেলা নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন শনিবার। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ তৃতীয় দফায় দেশের ৮৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৬ ফেব্রুয়ারি বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ তৃতীয় দফা উপজেলা নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ২৪ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ মার্চ।
এদিকে গত ১৩ ফেব্রুারি চতুর্থ দফায় ৪২টি জেলার ৯২ টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন।
ওইদিন বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ।
তফসিল অনুযায়ী, চতুর্থ দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ মার্চ, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ২৬ ফেব্রুয়ারি এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি প্রথম দফা এবং ২৩ জানুয়ারি দ্বিতীয় দফার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি দেশের ৯৮টি উপজেলায় এবং দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।