স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে বাংলা লায়নের এক কোটি টাকার স্ক্র্যাচ কার্ড জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে কর ফাঁকির অভিযোগে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আকতার বলেন, ‘আমদানির কাগজপত্রে স্ক্র্যাচ কার্ডগুলোকে শার্ট-প্যান্ট হিসেবে দেখানো হয়। সন্দেহ হলে যাচাই করে দেখা যায় প্রায় এক কোটি টাকার স্ক্র্যাচ কার্ড। আমদানিকারক প্রতিষ্ঠান বাংলা লায়ন এ ঘটনায় সাত লাখ টাকার কর ফাঁকি দেয়ার চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”