বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। মায়ের ভাষার অধিকার, মাতৃভাষা প্রতিষ্ঠা সংগ্রাম ছিল ঔপনিবেশিক প্রভূত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙলির প্রথম প্রতিরোধ-জাতীয় চেতনার প্রথম উন্মেষ। আর সেই চেতনা শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, বিশ্বের ১৮৮টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
কাতার প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে মাতৃভাষা দিবস পালন করে। মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কাতার প্রবাসী বাংলাদেশিরা পালন করলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি।
১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতি এ দিনটিকে ভিন্ন মাত্রায় উজ্জল করেছে। এখন সারাবিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে এ দিনটি।
মহান শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম সমিতি কাতার শাখা, কাতার বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা, কাতারস্থ রাউজান সমিতি, গণজাগরণ মঞ্চ কাতার শাখা, প্রবাসী কল্যাণ সংস্থা একত্রিত হয়ে একইস্থানে দিনটি পালন করেছে। সবাই দিবসের প্রথম প্রহরে অনুষ্ঠানস্থলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করে। বাংলামেইল২৪ডটকম