বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেজিস্ট্রি অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল সোয়া ৮টার দিকে আগুন লাগলে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাদী সুলতানা বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পূরণ ও আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।