স্টাফ রিপোর্টার ॥ কাশিমপুর-২ কেন্দ্রীয় কারাগারে এক হত্যা মামলার আসামি মারা গেছেন। তার নাম আব্দুল বাতেন (৩৫)। তিনি ঢাকার সাভার উপজেলার ব্যাংক টাউন এলাকার বাসিন্দা দারোগ আলীর ছেলে।
বাতেন সাভার থানায় একটি খুনের মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র সুপার মো. জাহাঙ্গীর কবির।
কারাসূত্র জানায়, সকাল ১০টার দিকে বাতেন অসুস্থবোধ করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন নিয়ে গেছেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
২০১৩ সালে খুনের মামলায় গ্রেপ্তারের পর বাতেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে এ বছরের ৩১ মে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ওই মামলা বিচারাধীন রয়েছে।