বাংলাভূমি২৪ ডেস্ক ॥দাউদকান্দিতে পরিবহন মালিক সমিতির নেতাকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা।
নিহতের নাম রাজা মিয়া (৪০)। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক।
উপজেলার সতানন্দী গ্রামে বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। রাজা মিয়া গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের সৌরভ মিয়ার ছেলে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, রাত ১২টার দিকে মোবাইলে ফোন পেয়ে রাজা মিয়া দাউকান্দি থেকে গজারিয়ায় যান। দাউদকান্দিতে ফেরার পথে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। শুক্রবার ভোরে তার স্ত্রী বাড়ির উঠোনে রাজা মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
ওসি জানান, সকাল সাড়ে ৭টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতকে উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রাজা মিয়া দাউদকান্দি পৌরসভার সাবেক কমিশনার আউয়াল হোসেনের জামাতা। বিয়ের পর থেকেই তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।