জেলা প্রতিনিধি ॥ জেলার বেগমগঞ্জ উপজেলায় বাশার বাহিনীর প্রধান আবুল বাশার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ ৪ জন আহত হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের যোগীখালি পোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাসার (৪৫) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি উপজেলার পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও আলাইয়াপুরের সাবেক মেম্বার।
আহত পুলিশ সদস্যরা হলেন- বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, এসআই মোস্তফা, কনেস্টবল কলপ চাকমা ও দিদার। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী বাসার বাহিনীর প্রধান আবুল বাসারকে। রাতে বাসারের দেয়া তথ্যমতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায় পুলিশ। পথে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের যোগীখালি পোল এলাকায় বাসার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বাসার বাহিনীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন বাসার।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ৪টি কিরিজ উদ্ধার করা হয়।