বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আফগানরা পুনরায় দ্বিতীয় দফায় ‘রান-অফ ভোট’ দিতে চলেছে যে ভোটের মাধ্যমে পূর্বের সর্বাধিক ভোট প্রাপ্ত দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই অনুষ্ঠিত হবে, নির্ধারিত হবে কে হবেন হামিদ কারজাইয়ের উত্তরসুরি।
আফগান ভোটারদের সামনে অপেক্ষমান দুই নেতা হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ ঘানি।
দেশটিতে এই প্রথম গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরিত হতে চলেছে। প্রায় ১ কোটি ২০ লাখ দ্বিতীয় দফার এ নির্বাচনে অংশ নিয়ে এই ইতিহাসের অংশ হতে পারবে। স্থানীয় সময় সকাল ০৭:০০টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোপূর্বে অনুষ্ঠিত ভোটে আব্দুল্লাহ আব্দুল্লাহ পান ৪৫ শতাংশ ভোট এবং আশরাফ ঘানি পান ৩১ দশমিক ৬ শতাংশ ভোট। প্রার্থীদের কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
যথারীতি দ্বিতীয়বারের মতো এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আফগান তালবানরা। তারা এ ভোট গ্রহণ বানচালের জন্যে ‘অবিরত আক্রমণ’ করবে বলে ঘোষণা করেছে।
তাদের ভাষ্য, ‘এ নির্বাচন সম্পন্ন হলে আমেরিকার মানুষেরা আফগান জনসাধারণকে তার হাতের পুতুল বানাবে। তালেবানদের নিজস্ব ওয়েবসাইটে এ বিবৃতি দেয়া হয়।