বিনোদন ডেস্ক ॥্ প্রায় এক বছর পর আবারো নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন ও জনপ্রিয় অভিনেতা অপূর্ব। মেজবাহ্ শিকদারের রচনায় ও পরিচালনায় ‘অপ্রত্যাশিত রাত’ নাটকে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। রাতে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারিন আশ্রয় নেন অপূর্বর বাড়িতে।
কিন্তু সত্যিই কী তারিন বিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন! হয়তো, হয়তো বা না। এমনই দ্বন্দ্বমূখর গল্প নিয়ে নির্মিথ হয়েছে ‘অপ্রত্যাশিত রাত’ নাটকটি। অপূর্ব বলেন, ‘অভিনেত্রী কিংবা কো-আর্টিস্ট হিসেবে যাই বলি না কেন তারিন অনন্য অসাধারণ। তিনি এমনই একজন কো-আর্টিস্ট যার সঙ্গে অভিনয় করলে যিনি তারসঙ্গে অভিনয় করেন তার অভিনয়েরও উন্নতি হয়।’
তারিন বলেন, ‘স্ক্রিপ্টটি আমার কাছে অসাধারণ লেগেছে তাই কাজটি করেছি। দর্শকের কোনভাবেই বোঝার উপায় থাকবেনা নাটকে একের পর এক কী হতে যাচ্ছে।’ ‘অপ্রত্যাশিত রাত’ নাটকটি প্রযোজনা করেছে ‘রোদ্দুর’। আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানালেন নির্মাতা মেজবাহ্ শিকদার।