স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা থেকে এক অজ্ঞাত (২৮) গর্ভবতী মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরনে হলুদ সালোয়ার ও ছাপা জামা ছিল। লাশটি একটি সাদা লুঙ্গী দিয়ে ঢাকা ছিল।
উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের গজারী পট্টি থেকে রোববার রাত ৩টায় লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশের গলায় ফোলা রয়েছে ও হাত-পায়ে গাদার দাগ লেগে থাকতে দেখা যায়। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় উত্তরা পূর্ব থানা পুলিশ ।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে অথবা বিষাক্ত কিছু খায়িয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর বুঝা যাবে খুন করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে মারা গেছেন তিনি।
উত্তরা ৮ নম্বর সেক্টরের গজারী পট্টির আমির নামের এক বাসিন্দা জানান, মারা যাওয়ার কিছু আগে ওই নারীকে তিনি রিকশায় করে গজারী পট্টি এলাকায় দেখেছেন।