বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজশাহী বিভাগের ৩ জেলায় ছাত্রশিবিরের ডাকে আধাবেলার হরতাল চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির নেতা রাসেল আহমেদকে গুলি এবং পা কেটে নেয়ার প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়। মঙ্গলবার সকাল ৬টায় রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই হরতাল শুরু হয়।
হরতালের শুরুতেই মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধের চেষ্টা করেন শিবিরকর্মীরা। তবে পুলিশ আসার আগেই শিবিরকর্মীরা পালিয়ে যান।
সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর অক্ট্রোয় মোড় এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় হরতালের সমর্থনে স্লোগান দিয়ে গাড়ি ভাংচুরের চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এলে শিবিরকর্মীরা সটকে পড়েন।
এর আগে সকাল পৌনে ৬টার দিকে মহানগরীর দেবিশিংপাড়া এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন শিবিরকর্মীরা। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন।
এ ছাড়া হরতাল চলাকালে এখন পর্যন্ত মহানগরীর কোথাও কেনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহী শহরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে মহানগরীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা মোটরসাইকেল, সিএনজি ও টেম্পোসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেলেও হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজশাহী থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট দোকানপাট খুলতে শুরু করেছে।