বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। রাত পৌনে আটটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জ সয়দাবাদ এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে উত্তরাঞ্চল সফরের গাড়িবহরে তাকে বহনকারী গাড়ির চাকা পাংচার হলে সেটি রোড ডিভাইডারে ওঠে যায়। এতে তিনি মাথা ও হাঁটুতে আঘাত পান।