স্টাফ রিপোর্টার ॥ আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অবরোধ থেকে ৩৬ ঘণ্টা পর মুক্ত হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। শুক্রবার রাতে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে রাত ১১টার দিকে আবরোধ তুলে নেয় তারা। চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
চলমান আন্দোলন ১৯ জুলাই পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
গত বৃহস্পতিবার চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী আন্দোলন শুরু করেন। ওইদিন বেলা ১১টা থেকে উপাচার্যকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। বকেয়া বেতনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে টানা ছয় দিন উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছিলেন।