বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাসের ভাষ্য রচনা এবং ইতিহাসের জীবিত কুশীলবদের সংগ্রামমুখর জীবন কথা সংরক্ষণের উদ্দেশে ‘কথায় কথায় ইতিহাস (ওরাল হিস্ট্রি) প্রকল্প’ বাস্তবায়ন করছে সংগঠনটি। বুধবার এই প্রকল্পের উদ্বোধন করবে দলটি।
মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ের দ্বিতীয় তলায় স্থাপিত সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে নিজ জীবনের স্মৃতি কথা বলে প্রকল্পের উদ্বোধন করবেন সংসদ উপনেতা, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।