বিনোদন ডেস্ক ॥ মোহনা টেলিভিশনের রমজানের বিশেষ অনুষ্ঠান মালায় দেখবেন রান্না বিষয়ক অনষ্ঠান প্রান প্রিমিয়াম ঘি ‘স্টার কুক’। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় একজন তারকা উপস্থিত থেকে তারকার নিজে পছন্দরের রান্না করবেন। রান্না পাশিপাশি গল্প, গান, আড্ডা, তারকার নিজের পছন্দের বিষয় দশকের সাথে শেয়ার করবেন। প্রান প্রিমিয়াম ঘি ‘স্টার কুক’ এবারের আয়োজনে থাকছে বাংলা ছায়াছবির জনপ্রিয় নায়ক‘ওমর সানী’। তিনি দশকের উদ্দেশ্য একটি ঝটপট মজার রান্না করবেন। তার জীবনের মজার ঘটনা দশকের সাথে শেয়ার করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ‘বাঁধন’। অনুষ্ঠানটি দেখবেন মোহনা টিভিতে প্রতিদিন বিকাল ৪:১৫ মিনিট । দেখবেন আজ মঙ্গলবার বিকাল ৪:১৫ মিনিট। চোখ রাখুণ মোহনার পর্দায়।