স্টাফ রিপোর্টার ॥ মহানগরের পূবাইল এলাকায় আলরাজি পলি অ্যান্ড ফোম নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১১টায় পূবাইল এলাকার নারায়ণকূল এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পুলিশ জানায়, কারখানার ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে ফোমের গুদামে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওয়ানা হয়।
ইতোমধ্যে, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এবিষয়ে পূবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩০ মিনিটের মধ্যেই আগুন নিভে গেছে।
এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কী কী পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো যাবে।