বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অর্থমন্ত্রী আবুল-মাল আবদুল মুহিত এমপি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নশীল গণতান্ত্রিক দেশ। বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনা ও বলিষ্ঠ নেতৃত্বে সকল ক্ষেত্রে সফলতা নিয়ে এ দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে।
আজ শুক্রবার বিকেলে সিলেটের শহীদ সুলায়মান হলে ১৫ আগস্ট জাতীয় শোক উপলক্ষে সিলেট মহানগর যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও ‘বজ্রকণ্ঠের প্রতিধ্বনি’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
আলোচনায় অর্থমন্ত্রী বলেন, জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ, ভাষা নিয়ে আমরা গর্বিত। এ দেশে সবধর্মের মানুষ সমান অধিকার পায়। সুখী, সমৃদ্ধ, শান্তিপ্রিয় বাংলাদেশ প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এ দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করার জন্যই দেশদ্রোহী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে তারা হত্যা করতে পারেনি। যার ফলে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গণতন্ত্রের ভিত অত্যন্ত শক্তিশালী হয়েছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের সবকটি নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো কোন অগণতান্ত্রিক শক্তি যাতে কখনো গণতান্ত্রিক ধারার উপর হামলা করতে না পারে হঠাৎ করে কেউ এসে যাতে ক্ষমতা নিতে না পারে সে ব্যবস্থা করা।
অর্থমন্ত্রী বাংলাদেশকে পোশাক শিল্পে বিশ্বের ২য় রপ্তানিমুখী দেশ উল্লেখ করে বলেন, বিশ্ববাজারে এর বিকাশের আরো বেশি সুযোগ আছে। দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বর্তমানে ৬ দশমিক ২ শতাংশ রয়েছে। চলতি অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধির হার লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকারের জনমুখি ও কৃষি, গ্রামীণ বান্ধব নীতির ফলে এ বছর বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানী করা হচ্ছে। সরকার মনে করে গ্রামের মানুষের জীবন মানের উন্নয়ন না হলে দেশের মান বাড়বে না। যার কারণে সরকার গ্রামের মানুষের সবধরণের সুযোগ সুবিধা বৃদ্ধি করছে। মন্ত্রী প্রযুক্তগত শিক্ষা, স্বাস্থ্য সেবা, যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, এসব ক্ষেত্রে আরো ব্যাপক উন্নয়ন এখন সময়ের দাবি। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুশফিক জায়গীদার এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।
অনুষ্ঠানে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ‘বজ্রকণ্ঠের প্রতিধ্বনি’ নামক একটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী।