স্পোর্টস ডেস্ক॥ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার নোভাক জকোভিচ। তিনি হারিয়েছেন জার্মানির ফিলিপ কোহলশ্রুবারকে।
গ্ল্যান্ড স্লাম প্রতিযোগিতার টানা ২২তম কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত করতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে জকোভিচকে। ফিলিপকে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচ।
শেষ আটের লড়াইয়ে জকোভিচ মুখোমুখি হবেন ইংল্যান্ডের অ্যান্ডি মারের। প্রতিযোগিতার অষ্টম বাছাই মারে ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে জিতেছেন ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে।
এদিকে মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ৩২ বছর বয়সী সেরেনা ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। পরবর্তী রাউন্ডে যুক্তরাষ্ট্রের তারকা লড়বেন ফ্লাভিয়া পানেট্টার বিপক্ষে।
এ ছাড়া ভিক্টোরিয়া আজারেঙ্কা ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে আলেকসান্ড্রা ক্রনিচকে এবং একাটেরিনা মাকারোভা ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারিয়েছেন ইগেনিয়ে বুচার্ডকে।