বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সৌদি আরবে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার আরব নিউজ সূত্রে এ তথ্য জানা যায়। আরব নিউজ জানায়, রোববার উত্তর জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে। একটি ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ থেকে দুর্ঘটনার সূত্রপাত।
বিস্ফোরণের মাত্রা এত ভয়াবহ ছিল যে নিহত শ্রমিকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গিয়ে ৮ মিটার দূরে পাশের একটি ওয়ার্কশপের ছাদে পড়েছে। এমনটি জানিয়েছেন মক্কা সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র কর্নেল সায়েদ সারহান।
তিনি জানান, দুর্ঘটনার আগে ওই শ্রমিক জ্বালানি ট্যাংকটি মেরামতের কাজ করছিলেন। এসময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে যায়।
এ ঘটনায় আরো একজন শ্রমিক আহত হয়েছেন। যিনি এসময় ট্যাংকটির উপরের অংশে কাজ করছিলেন।
নিরাপত্তা বাহিনী নিহত শ্রমিকের ছিন্ন ভিন্ন শরীর ছাদের ওপর থেকে সরিয়ে নিয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে।