স্টাফ রিপোর্টার ॥ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন।
রোববার সকাল সকাল সাড়ে ৯টায় শিনজো আবে চারুকলা ইনস্টিটিউটে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য সহিদ আখতার হুসাইন (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন তাকে স্বাগত জানান।
শিনজো আবে চারুকলার গ্যালারিতে একটি প্রদশর্নী ঘুরে দেখবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দু’দিনের সফরে শনিবার ঢাকা আসেন।