স্টাফ রিপোর্টার ॥ দেরিতে বিয়ে করা নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের মুখে সহাস্যে রসিকতা করে জবাব দিলেন এক সময় চিরকুমার থাকার সিদ্ধান্তে অটল রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, ‘শুভ কাজ একেবারে না হওয়ার চেয়ে, দেরিতে হলেও অনেক ভালো।’
বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্যদের নানা প্রশ্নের মাঝে বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হয় তাকে।
প্রথমে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান রেল সম্পর্কে প্রশ্ন করেন মন্ত্রীকে। এরপর তিনি বিয়ের প্রসঙ্গ তুলে মজা করে বলেন, ‘মাননীয় মন্ত্রী লাল পাঞ্জাবি পরে চার্মিং মুডে আছেন!’
এরপর তার সঙ্গে যোগ দেন আরেক সংসদ সদস্য মানিক মিয়া। তিনি বলেন, ‘বিলম্বে হলেও মাননীয় মন্ত্রী বিয়ের বিষয়ে সিন্ধান্ত নেয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। অতীতে (নবম) সংসদে তিনি যখন হুইপ ছিলেন, তখন সবাই চেষ্টা করেও ওনাকে বোঝাতে পারিনি। আজ লাল পাঞ্জাবি পরে আছেন মন্ত্রী। ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই।’
প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে মুজিবুল হক বলেন, ‘শুভ কাজ একেবারে না হওয়ার চেয়ে, দেরিতে হওয়া ভালো।’
মন্ত্রীর এমন সরস উত্তর শুনে সংসদ সদস্যরা হেসে ওঠেন।
এরপর রসিকতা করে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম মন্ত্রী মুজিবুল হককে উদ্দেশ করে বলেন, ‘লাল লাল হোটপে মুজিব তেরা নাম হে’। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আপনি আপনার সংশ্লিষ্ট প্রশ্ন করুন।’