স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের উপ-সেনাপ্রধান একে খন্দকারের সমালোচনা করে অভিনেতা ও মুক্তিযোদ্ধা এটিএম শামসুজ্জামান বলেছেন, ‘তিনি স্বাধীনতা সংগ্রামে রাজপথে ছিলেন না। বঙ্গবন্ধুর কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করেননি। তিনি তখন পাকিস্তানি সেনা কর্তকর্তা হিসেবে পাকিস্তানে কর্মরত ছিলেন। আজ মন্ত্রিত্ব হারিয়ে তিনি মনে হয় স্মৃতিভ্রষ্ট হয়ে গেছেন। তাই আবোল তাবোল কথা বলছেন।’
বুধবার এটিএম শামসুজ্জামানের ৭৪তম জন্মদিন উদযাপন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার নেতৃত্বে নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ১৯৭৮ সাল থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে রয়েছেন তিনি।
অনুষ্ঠানে এটিএম শামসুজ্জামান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাবস্থায় আমার ৭৪তম জন্মদিন পালন করছি। এরচেয়ে বড় আনন্দের আমার কিছু নেই। আমার জীবনে সবচেয়ে বড় আশা আমি জীবিত থাকাবস্থায় বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি ও সকল যুদ্ধাপরাধীর ফাঁসির বিচার সম্পন্ন দেখে যেতে পারলে আমি মরেও শান্তি পাব।’
এসময় আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম এমপি, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদার, সহ-সভাপতি সৈয়দ হাসান ইমাম, পীযুষ বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, ড. ইনামুল হক প্রমুখ।