স্পোর্টস ডেস্ক ॥
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ইউসুফ পাঠান এবার নাইট রাইডার্সে অন্য ইউসুফ
ঢাকা: ২০১২ সাল থেকে টিম ইন্ডিয়া’র টি-টোয়েন্টি দলে ব্রাত্য তিনি। অথচ ইউসুফ পাঠানের পাওয়ার ব্যাটিং একসময় মোহিত করে রেখেছিল গোটা ভারতবর্ষকে। সেই ইউসুফের কথা ভারতীয় নির্বাচকরা ভুলেই গেছেন। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চ্যাম্পিয়ন বানাতে অবদান রাখলেও সেটা যথেষ্ঠ ছিল না ভারতীয় দলে ডাক পাওয়ার জন্য। তাই এবার ইউসুফ পাখির চোখ করেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিকে। নাইটদের হয়ে মাঠে ঝড় তুলতে এরই মাঝে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ১৫ দিনের ক্যাম্প করে এসেছেন।
নাইট রাইডার্সের মালিক পক্ষই ইউসুফ পাঠান, পিযুষ চাওলা, মানবিন্দর বিসলা এবং কুলদিপ যাদবকে অনুশীলনের জন্য পাঠায় দক্ষিণ আফ্রিকায়। ব্লুমফন্টেইনের ওই ক্যাম্পে তারা সাইক্লিং, রানিং এবং মাউন্টেরিং করেছেন। ক্যাম্পটি ২০ আগষ্ট থেকে শুর“ হয়ে শেষ হয় ৩ সেপ্টেম্বর। ইউসুফ জানা”েছন, এই অনুশীলন তাকে দার“ণ সাহায্য করবে চ্যাম্পিয়ন্স লিগে। ‘ আমরা ১৫ দিন কঠোর পরিশ্রম করেছি। আমরা আউটডোরে সাইক্লিং এবং মাউন্টেইনিং করেছি। জিম সেশন ছিল খুবই চমৎকার। অফ সেশনে ফিটনেস ধরে রাখার জন্য এটা ছিল দার“ণ।’ পিটিআইকে বলেছেন ইউসুফ।
১২ দিনের ক্যাম্প করে পিযুষ, বিসলা, কুলদিপরা ফিরলেও থেকে যান ইউসুফ। ‘ আমরা এক সঙ্গে দার“ণ সময় কাটিয়েছি। যদিও পিযুষ, বিসলা, কুলদিপ ১২ দিনের মাথায় চলে এসেছে। নিজেকে পুরোপুরি ফিরে পেতে আমি আরও ৩ দিন অব¯’ান করি।’ ইউসুফ কেন আরও তিন দিন বেশি থেকেছেন সেটা পরিষ্কার করেছেন পরের কথায়ই,‘ ইনডোরের নেটে আমাদের বেশ ভালো অনুশীলন হয়েছে। ¯’ানীয় ছেলেরা দার“ণ সাহায্য করেছে। বোলিং, ব্যাটিং করেছি আমরা একদম আলাদা পরিবেশে। সেখানে অনেক কিছু শিখেছি। ইনশাল্লাহ নতুন ইউসুফ পাঠানকে দেখবে সবাই।’