বিনোদন ডেস্ক ॥ খারাপ খবর যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একের পর এক দুঃসংবাদ পেতেই হচ্ছে ভক্তদের। আর এবার জানা গেল অর্থহীন ব্যান্ডের গায়ক ও বেজ গিটারিস্ট সুমন গুরুতর অসুস্থ। আগামী বৃহস্পতিবার তার শরীরে অস্ত্রোপচার করার কথা রয়েছে। তাই মঙ্গলবার তিনি ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন।
ব্যাংকক যাওয়ার আগে সংবাদমাধ্যমকে সুমন বলেন, ‘হঠাৎ করেই শরীরটা ভীষণ খারাপ হয়ে উঠেছে। তাই চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছি। আশা করি, সুস্থ হয়ে ফিরে এসে আবার গানে মনোযোগ দিতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
জানা যায়, সুমন বেশ কিছুদিন ধরেই ব্যাংককের বামরানগার্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিডনিতে সংক্রমণের জন্য তার শরীরে অস্ত্রোপচার করা হবে। এদিকে সুমনের সুস্থতা কামনায় বেশ কয়েকজন ব্যান্ডশিল্পী সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালের নভেম্বরে ব্যাংককে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন সুমন। মাঝে বেশ কিছুদিন তিনি বিভিন্ন কনসার্টে অংশগ্রহণও করেন। এছাড়া চলতি বছরে আলিফ আলাউদ্দিনের সঙ্গে ‘কোথায় তুমি’ শিরোনামে একটি গান প্রকাশ করেন সুমন।