বিনোদন ডেস্ক ॥ সম্প্রতি মুক্তি পেয়েছে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত সিনেমা ‘লাভ স্টেশন’। এই সিনেমায় বাপ্পির বিপরীতে নবাগতা হিসেবে আবির্ভাব হয়েছে মডেল ও অভিনেত্রী মিষ্টি জান্নাতের। আর প্রথম সিনেমাতেই সাবলীল অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নিলেন তিনি। সিনেমাটি বেশ ভালোভাবে গ্রহণও করেছেন দর্শক। প্রথম সিনেমা হলেও চরিত্রের সঙ্গে অনেকটাই নিজেকে মানিয়ে নিতে পেরেছেন মিষ্টি। রোমান্স, ড্রামা, নাচ এমনকি সংলাপ বলার ক্ষেত্রেও তেমন জড়তা পাওয়া যায়নি তার মধ্যে। সবমিলিয়ে শুরুটা বেশ ভালোই হলো মিষ্টির। প্রথম সিনেমাতেই দর্শক মনে জায়গা করে নিলেন মিষ্টি
মিষ্টি বলেন, ‘প্রথম সিনেমাতেই দর্শক আমাকে এতো ভালোভাবে গ্রহণ করেছেন, যেটা ভাবতেই ভীষণ আনন্দ পাচ্ছি। আমি কাজ করার সময় পূর্ণ মনোযোগ ও আমার সেরা প্রচেষ্টা দিয়ে কাজ করেছিলাম। দর্শকের এই রেসপন্স আমাকে ভবিষ্যতে আরো ভালো কাজে সহয়তা করবে।’ সিনেমার দর্শক চাহিদা প্রসঙ্গে পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘আমরা ঢাকাসহ ঢাকার আশেপাশে বেশ কয়েকটি হলে খোঁজ-খবর নিয়েছি। সেখানেও সিনেমাটি হাউসফুল যাচ্ছে।প্রথম সিনেমাতেই দর্শক মনে জায়গা করে নিলেন মিষ্টি
হলে গিয়ে অনেক দর্শকের সঙ্গেও কথা হয়েছে,তাদের অনেকেই আমাকে জানিয়েছেন-এ যাবৎকালে বাপ্পির যত সিনেমা তারা দেখেছেন এরমধ্যে এই সিনেমাতে, বাপ্পীকে তাদের বেশি ভালোলেগেছে। প্রশসিংত হয়েছে আলেকজান্ডার এবং মিষ্টির অভিনয়। সবমলিয়ে মুক্তির এ ক’দিনেই সিনেমাটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি’।